Article archive

আমার দেখা টাওয়ার ব্রিজ

23/01/2012 12:19
লন্ডনের কথা চিন্তা করলে এমন কেউ নেই যার মাথায় প্রথমেই টাওয়ার ব্রিজের ছবি ভাসবে না! টাওয়ার ব্রিজকে লন্ডনের আইকন ধরা হয় সে কারনেই! টাওয়ার ব্রিজের কথা প্রথম শুনেছিলাম কবে আর ছবিইবা দেখে ছিলাম কবে সেটা এখন আর খুব ভাল করে মনে নেই। তবে সপ্তম শ্রেণীতে পড়ার সময়ে কামরুজ্জামান স্যার আমাদের ইংরেজি প্রথম পত্র পড়াতেন। স্যারের কাছেই শুনেছিলাম জাহাজ আসলে এই ব্রিজ খুলে গিয়ে জাহাজের জন্যে পথ করে দেয়!  সৃতিটা এখনও খুব ভাল করে মনে গেতে আছে।মূলত সেই থেকেই টাওয়ার ব্রিজ মনে গেতে গিয়ে ছিল। তবে সত্যি বলছি কোন দিন টাওয়ার ব্রিজ কাছ থেকে দেখা হবে কল্পনাও করিনি। তবে এখন পর্যন্ত লন্ডনের যত গুলো আইকন ঘুরে দেখা হয়েছে তার মধ্যে টাওয়ার ব্রিজে গিয়েছি সব চেয়ে বেশি! যত বার দেখি ততবারই যেন নতুন রুপে দেখি, সেই প্রথম দিনের মত মুগ্ধ হই! সেই প্রথম দিনের মত অপলক থাকিয়ে থাকি। যেন ব্রিটেনের নির্মাণ ইতিহাসের এক মাস্টার পিস, টাওয়ার ব্রিজ!!  আমার প্রথম টাওয়ার ব্রিজ দেখাটা ছিল বেশ আডভাঞ্চারাস! দিনটি ছিল ২০১০ সালের ১৪ এপ্রিল। মাত্র কয়েকদিন হয়েছে লন্ডন এসেছি! কোন কিছুই ভাল করে চিনিনা! কাজিনের বাসায় উঠেছি! একদিন সকালে...
Items: 91 - 91 of 91
<< 6 | 7 | 8 | 9 | 10