নেলসন মেন্ডেলা আর নেই

06/12/2013 00:07

সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলা গতকাল বৃহস্পতি বার জোহান্সবার্গের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার সম্পূর্ণ নাম Nelson Rohlihlahla Mandela. মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৫ বছর! তিনি বেশ কিছু দিন ধরে ফুসফুসের ইনফেকশনে ভুগছিলেন। সাউথ আফ্রিকার প্রথম এই কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট তার সারা জীবন বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। এজন্যে তাকে বহু নির্যাতন এমনকি জেলও খাটতে হয়েছিল। তবে ১৯৯৩ সালে তিনি নোবেল পুরষ্কার পান এবং ১৯৯৪ সালে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৯ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন। তার অবসরে তিনি এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্যে কাজ করছিলেন। এখানে উল্লেখ্য যে ২০০৫ সালে তার বেঁচে থাকা সর্বশেষ ছেলেটিও এইডসে আক্রান্ত হয়ে মারা যায়। সর্বশেষ তিনি ২০১০ সালের ফিফা বিস্বকাপের সময় প্রায় ৯০ হাজার দর্শকের সামনে বক্তব্য রেখেছিলেন। তিনি সবসময় বলতেন, "During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. (আমি আমার সারা জীবন  আফ্রিকার মানুষের জন্যে বিলিয়ে দিয়েছি। আমি যেমন শ্বেতাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছি তেমনি করেছি কৃষ্ণাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধে)